শফিকুল ইসলাম, স্টাফ করসপনডেন্ট
প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন পালন করেছে জামালপুরের হিজড়া সম্প্রদায়।
আজ সন্ধ্যা সাড়ে ৭টায় হিজড়াদের সংগঠন সিঁড়ি সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ে কেক কেটে শেখ হাসিনার জন্মদিন উদযাপন করে তারা। সংগঠনের সভাপতি ও জয়ীতা আরিফা আক্তার ময়ূরির সভাপতিত্বে হিজড়ারা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, দেশের উন্নয়নে শেখ হাসিনা নিরলস কাজ করে যাচ্ছেন এবং তৃতীয় লিঙ্গকে নাগরিক হিসেবে স্বীকৃতি দিয়ে মমতাময়ী মায়ের মতো নিজের সন্তান হিসেবে গ্রহণ করেছেন।
উল্লেখ্য, সম্প্রতি প্রধানমন্ত্রীকে এসএমএস করে কোরবানীর গরু উপহার পান জামালপুরের হিজড়ারা।