
লিয়াকত হোসাইন লায়ন, স্টাফ করসপনডেন্ট, ইসলামপুর
জামালপুরের ইসলামপুরে ন্যাশনাল সার্ভিসের প্রায় দুই হাজার কর্মীদের সাথে সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক, বাল্যবিয়ে, দূর্নীতি বিরোধী আন্দোলন, উন্নয়ন ভাবনা ও বেকার যুবকদের উন্নয়নকল্পে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে ইসলামপুর উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে এই আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল। তিনি বলেন, শেখ হাসিনার সরকার যদি আবার ক্ষমতায় আসে বাংলাদেশে কোন বেকার থাকবে না। বর্তমান সরকার চাচ্ছে এ দেশকে আগামী ২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ এবং ৪১ সালের মধ্যে উন্নত দেশের সাথে শামিল করার জন্য। সে জন্য বেকারদের কর্মসংস্থানের জন্য ন্যাশনাল সার্ভিস কর্মসূচিসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে জামালপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক এনায়েত করিম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, ইসলামপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু সুফিয়ান, জামালপুর যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক রফিকুল ইসলাম শামীম, জামালপুর যুব উন্নয়ন অধিদপ্তরের সিনিয়র প্রশিক্ষক আলি আকবর, ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জামাল আবু নাসের চৌধুরী চার্লেস বক্তব্য রাখেন।