শফিকুল ইসলাম, স্টাফ করসপনডেন্ট
জামালপুরে চাকরি স্থায়ী করার দাবীতে মানববন্ধন করেছে এলজিইডি কর্মচারী ঐক্য পরিষদ জামালপুর শাখা।
মঙ্গলবার সকালে জামালপুর এলজিইডি কর্যালয়ের সামনে ঘন্টাব্যপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে মো: হজরত আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন মো: মুকুল হোসেন, আব্দুল কাদের, নাইমা আজিজ, এনামুল হক, গোলাম মোস্তফা প্রমুখ। এ সময় বক্তারা অবিলম্বে বকেয়া বেতন-ভাতা পরিশোধ ও শূন্য পদে আউট সোর্সিং নিয়োগ বন্ধের দাবি জানান।