মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী
যশোরের বুকভরা বাঁওড়ে রবিবার রাতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত পাইলট এনায়েত কবির পলাশের গ্রামে বিরাজ করছে শোকের ছায়া। জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের কৃতি সন্তান ছিলেন বিমানবাহিনীর স্কোয়াড্রন লিডার এনায়েত কবির। তাঁর বাবা ডাঃ শফি উদ্দিন স্বাস্থ্য অধিদপ্তরের অবসরপ্রাপ্ত উচ্চপদস্থ কর্মকর্তা। এনায়েত কবীরের পারিছা নামে তিন বছর বয়সী একটি কন্যা রয়েছে।
কৃষ্ণপুর গ্রামে গিয়ে দেখা যায়, পুরো গ্রামজুড়ে শোক বিরাজ করছে। মোড়ে মোড়ে লোকজন জটলা বেঁধে এনায়েত কবিরের মেধা ও দক্ষতার প্রশংসা করে দীর্ঘশ্বাস ফেলছেন। অনেকের চোখে পানি পড়তে দেখা গেছে। তাঁর বাড়িতে গিয়ে দেখা যায় সুনসান নিরবতা। দুর্ঘটনার খবর পেয়ে রাতেই তাঁর পরিবারের লোকজন ঢাকায় রওনা দেন। সন্ধ্যা ৬টায় গ্রামবাসী তাঁর মৃত্যুতে গায়েবানা জানাযা নামাজের আয়োজন করেছে বলে জানা গেছে। তাঁর চাচা হায়দার আলী জানান, এনায়েত কবির পলাশ ছোট থেকেই মেধাবী ও ভদ্র ছিলেন। এলাকার সবাই তাঁকে আদর ও সমীহ করতেন। ডোয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন রতন বলেন, তাঁর অকাল মৃত্যুতে পুরো এলাকা জুড়ে দুঃখ বিরাজ করছে।